নিজস্ব প্রতিনিধি,
গ্লোবাল নিউজ, কলকাতা
9th,JAN’24, Tuesday
সুপর্ণা বোস ( Suparna Bose, Kolkata, India, a poetess, craft artist, painter, also other sides workings) , পিতার নাম স্বর্গীয় সুধীন পাল, মাতার নাম স্বর্গীয় দীপিকা পাল, জেলা, 24 পরগনা (উ), তবে নিজের বাস কলকাতা। শিক্ষা Graduate in Political Science, Honours, এবং Diploma in Computer science. পেশা কাজ বলতে শুধু লেখা, ছবি আঁকা, সঙ্গীত, craft, সেলাইয়ের কাজ ইত্যাদি। ১০ বছর বয়েস থেকে ছবি আঁকার অভ্যেস। দুটো বই প্রকাশ হয়েছে। একাডেমিতে ( Acadey of Fine Arts, Kolkata) ছবির Exhibition হয়েছিল ১৯৯০ সালে। নানা কাজের ব্যাস্ততায় তারপর আর হয়ে ওঠে নি। আবার প্রস্তুতি নিচ্ছেন, উদ্দেশ্য Exhibition.
(১) শঙ্খচিলের ডানায় –২০২২ সালে।
(২)জীবনের জলছবি–২০২৩ সালে।
“বঙ্গ সাহিত্য পত্রিকা” থেকে অতিথি সম্মাননা গ্রহণ সুদেপ সরকার স্মৃতি স্মারক , ২০২৩
গ্রন্থসাথী ও অর্পণ পত্রিকা স্মারক।
অতিরিক্ত কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন।
‘সারমেয়’ নামের সমাজ সেবী সংস্থার সাথে যুক্ত আছেন।
না-মানুষদের জন্য, মানে অসহায় পশু, পাখি ও অন্য জীবদের জন্য কাজ করেন সামর্থ মত। চিন্তার জগত অনেক প্রসারিত, এগুলি প্রমাণ করে।
এখানে প্রকাশিত হল যে-কবিতা, নাম: রবিবার
—————–
রবিবার
——————
সুপর্ণা বোস ( কলকাতা, ভারত)
রবিবার সবার ছুটি–
কিন্তু আমি যে ছুটি চাই না।
সকালবলায় অফিসের দোরগোড়ায় বসে থাকি,,
হাতে ভিক্ষার বাটি।
কতলোক আসে,
মায়াভরা চোখে তাকায় ।
কেউ কেউ আবার পয়সাও দেয়।
কিন্তু আমার যুবতী মন যে
অপেক্ষায় থাকে সেই মানুষটার জন্য।
তাই আমি রবিবার চাই না।
যার বাড়িতে কাজ করতে যাই—
সেই দিদি বলেছিল —পক্ষীরাজ
ঘোড়ায় করে রাজপুত্তুর নাকি
আসে
তার রাজকন্যার জন্য।
আমি যে রাজকন্যা নই–
সামান্যা নারী।।।
তবে আমি কিসের আশায় রাজপুত্রের পথ চেয়ে দিন গুনি?
তবুও আমি রবিবার চাই না।।
চোখে চশমা, ঠো়ঁটের কোণে
অল্প হাসির খেলা—
আমায় ভিক্ষা দিয়ে যায় ।
আমি যে ভিক্ষা চাই না —-
রাজপুত্র! আমি যে তোমার
রাজকন্যা হতে চাই।
হে ঈশ্বর,, ভিখারীই যদি বানাবে-
তবে চোখে স্বপ্ন দিলে কেন ?
বুকে অব্যক্ত যন্ত্রনা—
আমি যে রবিবার চাই না।।
আজও আমি সাঁঝেরবেলা
অপেক্ষা করি–কাটাব কুজনে—–
হোক না সেটা স্বপ্নের গগন,,
আসবে তুমি খুঁজতে আমায়,
শব্দে নয়,অনুভবে ভাসব দুজনে।
…………………………………………………….