Special Correspondent,
Global Newz, Kolkata,
Monday,4thDec’2023,
About the poet
———————-
ডা: অজয় তরফদার ( ছদ্মনাম ; কবি পথিকৃৎ দেব) ,
DHM, CMS ( EDP), FWT, / কবি, সমাজসেবী ( Dr. Ajoy Tarafdar, DHM, CMS, ( EDP), FWT, a poet & Social activist, Pen name as Kabi Pathikritdev.) । গোসাবা ব্লক তথা সুন্দরবন অঞ্চলের পরিচিত একটি সাহিত্য-সংস্কৃতির অগ্রগণ্য সংগঠক। ১৯৮৫-৮৬ সাল থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালী অফিসে ২০০৪ সাল পর্যন্ত অর্থাৎ ২০ বছর ফরেস্ট গাইড ইনচার্জ ছিলেন। কবি ও সমাজসেবী হিসাবে কলকাতার বিভিন্ন প্রসিদ্ধ প্রতিষ্ঠান কর্তৃক সম্মাননা সংবর্ধনা পেয়েছেন। গ্রাম ও শহরে নাটক ও আবৃত্তি শিক্ষক হিসাবে পরিচিতি আছে তাঁর। বর্তমানে তিনি কবি পথিকৃৎদেব ছদ্মনামে সাহিত্যিক মহলে পরিচিত লাভ করেছেন। তাঁর কয়েকটি বইয়ের প্রকাশের পথে, নামগুলো হলো : — (১) আলিপুর সেন্ট্রাল জেল থেকে বলছি প্রকাশের পথে (২) শক্তি চক্রে বর্ণেশ্বরের বর্ণমালা* (৩) কুশের চোখে সভ্যতা (৪) জাগ্রত সংগ্রাম। মানুষের সামগ্রিক উন্নতি কল্পে বিশেষ ভাবে সুন্দরবন অঞ্চলে ক্ষুদ্রশিল্প, সমাজসেবা মূলক প্রকল্প, শিক্ষা সচেতনতার লক্ষ্যে:- বিশ্ব বঙ্গ স্বস্তি সঙ্গ দ্বারা বিশেষ প্রকল্প প্রস্তুতির পথে… কবি পথিকৃৎদেব মঞ্চ প্রেক্ষাগৃহ নির্মাণ তাঁর জীবনের এক বিশেষ উদ্যোগ।
——————————-
কবিতা : দূরদৃষ্টি
– কবি পথিকৃৎদেব ( Kabi Pathikritdev, ছদ্মনাম )
ওই হিটলারী মুসোলিনি মত্ত বিশ্ব গণত্রাস…
দেখো ইতিহাসের পাতায় ওরা কৃশ পাতিহাঁস।
যে যতই শক্তি দাপাক দেখাক চোখ রক্তদাঁত!
তুমি সত্যের নিশান বুকে দৃঢ় হাঁটো লক্ষ্য পথ।
সত্য ন্যায় নিষ্ঠায় দম্ভ মৃত্যু ভয় দলি দুপায়-
দুর করো মানুষের বড় শত্রু অজ্ঞতা অন্যায়।
বৃক্ষ জীবন দাতা সভ্য কৃষ্টির নিরব শিক্ষক;
তুমি দান ধ্যান জ্ঞানে প্রাণবীথি সমাজ দীপক।
জেনো হিংসা ক্ষমতা অহং বজ্রের মত স্বয়ং নাশ…
মনে রেখো বন্ধু মেঘে যায় না ঢাকা সূর্য আকাশ।
*******