Special Correspondent,
Global Newz, Kolkata,
Monday,4thDec’2023
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ওয়াহিদা খাতুন কবিতা,গান লেখায় আসামের আন্তর্জাতিক সোনার মেডেল -২০২৩-২৪
——————————-
বিশেষ প্রতিনিধি : ভারতে, এই বাংলার মেয়ে, মুর্শিদাবাদ এর নওদা থানার অজ পাড়াগায়ের মেয়ে ওয়াহিদা খাতুন ( Wahida Khatun, Poetess, Lyricist, West Bengal, India) ছোটবেলা থেকে জ্ঞানে, চিন্তায় খুব বড় হবার ইচ্ছে। পরপর উচ্চ শিক্ষা নিয়ে একটি উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করতে থাকার পাশাপাশি লেখার জগতে মনোনিবেশ করেন। শখ বা অবসরের কাজ হিসেবে নয়, পূর্ণ দায়িত্ব নিয়ে লেখায় আত্মনিয়োগ করেন। নানা সময় গোঁড়া সামাজিক পরিস্থিতি তাঁকে বহুবার নানাভাবে বিপন্ন করেছে। বারবার নানা কঠিন বিপন্নতার মাঝেও চালিয়ে গেছেন সংগ্রাম এবং স্বপ্ন পূরণের কাজ। পরপর বিভিন্ন ওয়েবসাইটে লেখা পাঠানোর পরে সম্পাদকগন পড়ে গ্রহণ করেন, প্রকাশ করেন। লিখতে থাকেন এইভাবে। কবিতা ও গান লেখার নানা ধরণ ও বিভাগকে আলাদা ভাবে চর্চা করতে থাকেন। বিভিন্ন জায়গা থেকে প্রশংসা ও কঠিন সমালোচনা আসতে থাকে। নিজেকে আরো তীক্ষ্ম করতে থাকেন।
এভাবেই চলতে-চলতে ২০২১ সালে এলো যোডিয়াক মিউজিক হাউস ( Zodiak Muzik House ) থেকে গান লেখায় অডিশন দেবার সুযোগ। বাংলা ভাষা থেকে প্রায় দুইশত পঞ্চাশ প্রতিযোগী সকলেই তিনটে স্তরে পরীক্ষা দেন। তার মধ্যে মাত্র পনেরো জন কোম্পানী দ্বারা গৃহীত হন। ইসলাম ধারার পরিবার থেকে তিনি এক মাত্র এই কঠিন পরীক্ষায় পাস করেন। তারপর হলেন এই মিউজিক কোম্পানীর একজন স্টাফ গীতিকার। লিখতে থাকলেন একের পর এক সফল সঙ্গীত। প্রথম বেরুলো স্বাধীনতার উপরে আধুনিক ভাবনার সঙ্গীত। পরপর কিছু সঙ্গীত সাজিয়ে দিচ্ছি।
(১) ” কেন কাঁদো মা গো আমার স্বাধীনতার পরে” সঙ্গীতটি। সুর : আর-কে- পাল। কন্ঠ : বাংলা ও হিন্দী সিনেমার প্লে ব্যাক গায়িকা — অয়ন্তিকা চক্রবর্তী। সঙ্গীতটি পৃথিবীর নানা দেশে বাঙালী সমাজে ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও বিপুল জনপ্রিয়তা পায়। লেভেল : Zodiak Muzik House.
(২) কাড়া খসে বিহান বেলা, সুর ও শিল্পি কুমার চঞ্চল। লেবেল : World Music Melodies.
(৩) আমরা বাঙালী চাইনা পোলাও বিরিয়ানি, সুর ও শিল্পী : কুমার চঞ্চল। লেবেল: World Music Melodies.
(৪) বৃষ্টি তো নয় ফাগুন, জাগলো মনে আগুন, সুর : অসীম সেনগুপ্ত, কন্ঠ : শৈবাল চৌধুরি, লেবেল : Saibal Chowdhury.
(৫) যে-পথ গেছে ঘোর কুয়াশায়, — কয়েক জন গেয়েছেন, অয়ন্তিকা চক্রবর্তি , বাংলার স্বর্ণ যুগের গায়িকা বিদূষী হৈমন্তি শুক্লা, ও মৌসুমি দাসগুপ্ত । সুর : স্বপন দে। লেবেল: Zodiak Muzik House,
(৬) পূর্ণ দৈর্ঘের সিনেমা : ভয়। দুটি গান আছে এতে। (ক) আঁধারে ডুবেছে আলোর পৃথিবী, কন্ঠ : শৈবাল চৌধুরী। সুর: সমীর চক্রবর্তি। (খ) বলে দে মা, কন্ঠ : ঐশিকি স্যান্যাল , সুর :স্বপন দে, লেবেল : Zodiak Tv.
(৭) হৃদয় মাঝে মেঘ জমেছে, শিল্পী সোমিন্দ্র কুমার, সুর: কুমার চঞ্চল। লেবেল : World Music Melodies.
(৮) সমাজ তুই কি দিলি, শিল্পী : মিস প্রীতি, সুর: কুমার চঞ্চল।
(৯) ছন্দে সুরে রূপসী, শিল্পী : অয়ন্তিকা চক্রবর্তী, এই সঙ্গীতে গীতিকার কমল দাশগুপ্তর সাথে যুগ্ম গীতিকার ওয়াহিদা খাতুন, সুর: শ্রী কল্যান। লেবেল: Ayantika Chakraborty Topic.
(১০) আমি বহু দুখে দুঃখী মাগো, সুর -শিল্পী : কুমার চঞ্চল, লেবেল : World Music Melodies.
(১১) চলনা সখী রাধার সাথে, সুর : কুমার চঞ্চল, শিল্পী: সুপ্রীতি বিশ্বাস হালদার। লেবেল :, World Music Melodies.
(১২) মাতলা নদীর হড়পা বানে, শিল্পী: সুপ্রীতি বিশ্বাস হালদার, সুর : কুমার চঞ্চল। লেবেল : World Music Melodies.
(১৩) ইংরেজি গান, We are all brothers in this world : শিল্পী : মৌ আচার্য, সুর : কুমার চঞ্চল। লেবেল : World Music Melodies.
আছে আরো অনেক গান। ফিচার ফিল্ম বা পূর্ণ দৈর্ঘের সিনেমা “ভয়” সিনেমায় গান লিখেছেন আগেই বলা হয়েছে। এই সময়ের এক বিখ্যাত আবৃত্তি শিল্পী ফিয়োনা পারভিনের কন্ঠে ” বাদাবনের কান্না” কবিতাটি সুন্দরবনের উপরে একটি প্রতিনিধিত্ব মুলক কবিতা হিসেবে গণ্য হচ্ছে। লেবেল : Phiona Parvin.
কলকাতার বিখ্যাত ” বুক বেঙ্গল পাবলিশার ” থেকে বেরুচ্ছে একশত কুড়িটি সনেট। নিখুঁত করে প্রুফ দেখতে হচ্ছে বারবার, তাই বেরুতে সময় নিচ্ছে। তবে ২০২৪ সালে বেরুচ্ছে, সেইমত ভাবনা প্রকাশকের। হাত দিতে চান উপন্যাস লেখায়।
এই ওয়াহিদা খাতুন ২০২৩ সালে আসামে কবিতা ও সঙ্গীত রচনা পাঠিয়ে ছিলেন প্রতিযোগীতায়।
পেয়েছেন বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ থেকে মাদার টেরিজা আন্তর্জাতিক গোল্ডেন এওয়ার্ড ( Mother Teresa International Golden Award) এবং ডঃ ভূপেন হাজারিকা স্মৃতিসম্মাননা স্মারক।
জানা গেল, ৩২০ জন সফল প্রতিযোগীর মধ্যে মাত্র উনত্রিশ জন স্বর্ণ পদক প্রাপকের মধ্যে ইনি একজন। এই আন্তর্জাতিক মহাসম্মেলনে সামিল হয়েছিলেন বাংলাদেশ, ত্রিপুরা,মনিপুর, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংবাদিকগণ। উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবিসাহিত্যিক ও আধ্যাত্মিক মুন্সী কবির হোসেন,সিলেট বিভাগের বেতার ও দূরদর্শন শিল্পী এস কামরুজ্জামান মাসুম,কলকাতার বিশিষ্ট শিল্পী দেবব্রত দত্ত ও কনকলতা দেবনাথ, গুয়াহাটির জুবি মহন্ত,শিলচরের মমতাজ বেগম চৌধুরী প্রমুখ। এই আন্তর্জাতিক মহা সম্মেলনের সভাপতিত্ব করেন “বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ” এর কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাহিত্যিক নীহার রঞ্জন দেবনাথ। অনুষ্ঠান হয়েছিল করিমগঞ্জ এর বিপিনচন্দ্র মেমোরিয়াল সভাঘরে।
এই ওয়াহিদা খাতুন শুধু বড়দের জন্য নয়, শিশুদের জন্যও লেখেন ছড়া। গজল, বাংলা আধুনিক গান, পল্লীগীতি, ভাটিয়ালি ফোক এবং আঞ্চলিক ভাষায় সমাজ ও প্রকৃতির জন্য কাজ করতে চান।
অনেক আগেই প্রকাশিত Zodiak TV-তে ওয়াহিদার ইন্টারভ্যু খুব সাহসী ও যুক্তিবাদী Interview হিসেবে মানুষের মধ্যে আলোচিত হচ্ছে।
বারবার নানা বিপন্নতা ও কঠিন পরিস্থিতি তাঁর অগ্রগতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে, আবার তিনি সেগুলি অতিক্রম করে এগিয়ে চলেছেন। মানুষের আর্শীবাদ কাম্য।
Warmest congratulations on your well-deserved gold medal for poetry! Your verses are a symphony of emotions and imagery. Keep crafting magic with your words!