Special Correspondent,
Global Newz, Kolkata
26th,Nov’2023, Sunday.
থাকনা ওসব দূরে
_________________________
তুলিকা নন্দ ( পশ্চিমবঙ্গ, ভারত )
তুলিকা নন্দ. ( Tulika Nanda, Poetess & Editor, West Bengal, India) । ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা এবং আদিবাড়ি পশ্চিম মেদিনীপুর । একজন লেখিকা এবং সম্পাদিকা। ছোটবেলা থেকেই গল্প পড়া ও লেখালেখির প্রতি আলাদা টান ছিল। হাসির কমিকস থেকে শুরু করে উপন্যাস সর্বত্র। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লেখালেখি।
প্রথম প্রকাশিত কবিতা ” স্মৃতি সমাহার “। আরও কিছু গল্প-কবিতা হলো – ” জ্যান্ত দুর্গা মহিমা”, ” তাকিয়ে দেখো”, ” নেহার কথা”, ” কলম তুমি” ইত্যাদি।
” স্বপ্নদর্শন পাবলিশার্স ” থেকে বেশ কিছু বই সম্পাদনা করেছেন। সেই সম্পাদনা করা বইগুলো হলো – ” নতুনের পথে আর এক পা”, ” “শিল্পের ছোঁয়া” ইত্যাদি। বর্তমানে মানুষের সাথে পশু-পাখিদের সম্পর্ক এবং তাদের সুরক্ষা নিয়ে নতুন একটি বইয়ের সম্পাদনার কাজ চলছে যার নাম ” পশুপ্রেমী “।
প্রথম একক বই ” স্বপ্নদর্শন পাবলিশার্স ” থেকে প্রকাশ পেতে চলছে যার নাম ” প্রশ্ন করবো কাকে ?”
থাকনা ওসব দূরে
তোমরা সেই যন্ত্রণার কিই বা বোঝো?
যেই যন্ত্রণা দেয় ভাঙা-গড়ার লড়াই,
আরে ভাঙা-গড়াতেই তো দুনিয়া চলে!
তাহলেই কি সব ভাঙা-গড়াতেই সুখ পাই ?
কখনও তাদের কাছে গিয়ে শুধাও দেখি,
যাদের বাড়িটা আর শান্তির জায়গা নয়,
আরে বাড়িতেই তো সবথেকে বেশি শান্তি,
হা হা, হাসালে বটে, বাড়িতে নাকি স্বস্তি হয় !
ভাবছো তো এমনটার কিই বা কারণ ?
ছেলেমেয়েটাই উচ্ছন্নে গেছে আর কি!
যাদের বাবা মায়ের সম্পর্কের বাঁধন নেই,
তাদের কষ্ট বোঝার তোমার সাধ্য কি ?
যে-সম্পর্ক ধরে রাখতেই পারো না,
সেই সম্পর্ক গড়ার দরকার খুব বেশি কি ?
আর গড়লেই যখন যেমন তেমন করে,
সন্তানদের গলাতেই পরালে কেন ফাঁসি?
তোমাদের কাছে এগুলো খুবই সামান্য,
না, ওদের তো রাখিনি কোনো অভাব!
টাকাপয়সায় যদি সবার সব হয়ে যেত,
তাহলে হয়তো বদলে যেতনা তাদের স্বভাব।
তারা কখনও বাইরে বেরোলে,
ইচ্ছে হলে একটু উঁকি মেরে দেখো,
কথার বানে রক্ত পড়ছে টুপটাপ –
তবুও তোমারা চুপ করে কি করে থাকো?
তাদেরও তো একটা সুন্দর জীবন প্রাপ্য ছিল,
কেন বঞ্চিত করলে তাদের সেটা থেকে?
থাকনা এসব দূরে, ঝগড়া, পরকীয়া, বিচ্ছেদ,
শান্তির বাড়ি বানাও।