নিজস্ব প্রতিনিধি,
গ্লোবাল নিউজ, সুতি
৮ই নভেম্বর,২০২৩, বুধবার,
চাষীদের বীজ বণ্টন সহ এক দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং।
রবি শস্য ভালো ফসলের উদ্দেশ্যেই সুতি-১ ব্লকের কৃষি অধিকর্তার সহযোগীতায় সাদীকপুর গ্রাম পঞ্চায়েতের গাবগাছি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে সকল ধরনের চাষীদের নিয়ে রবি শস্য উৎপাদন সংক্রান্ত বিষয়ে মিটিং তথা ট্রেনিং সভা অনুষ্ঠিত হয়। জানা যায় যে, সুতি-১ পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মদক্ষ রুনা খাতুন প্রতিনিধি মেজারুল হকের প্রচেষ্টায় সাদিকপুর গ্রামের সকল চাষীদের ট্রেনিং এর ব্যবস্থাপনা সম্পন্ন হয়।
আজকের এই দিনে চাষীদের ট্রেনিং ছাড়াও বীজ, ভিটামিন, নিমতেল, ভুট্টা, হাইব্রিড সর্ষে সহ আরও অন্যান্য চাষযোগ্য জিনিসপত্র বণ্টন করা হয় বলে ও খবর পাওয়া যায়। আজকের এই দিনে প্রায় ৮০-১০০ জন চাষী উপস্থিত হয়ে ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন। বাড়ির কাছেই বীজ সহ বিষ বা নিমতেল পেয়ে খুব খুশি হন বলেও জানান কৃষকরা। বুধবার বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই ট্রেনিং হয় বলে কৃষিকবন্ধুগণ জানান।
সবশেষে ব্লক কৃষি অধিকর্তা মুখলেসুর রহমান জানান যে, আজকে কৃষক ভাইয়েদের মধ্যে বীজ শোধন করার পাশাপাশি বিষের বা তেলের পরিমাণ প্রয়োগ, মাটিতে জৈব সার ব্যবহারের নিয়ম, সহ নানান ধরণের তথ্য জানানো হল, এতে তিনি আশাবাদী যে, আগামীতে চাষী ভাইয়েদের সমস্যার সমাধান করতে সক্ষম হবে|