আবারও বিডিও-র উদ্যোগে স্পেশাল জি.আর – এর চাল বিতরণ কর্মসূচি।
রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে সরকার প্রকল্পকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার সুতি -১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক মহাশয়ের উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায়দের স্পেশাল জি.আর এর চাল বিতরণ কর্মসূচী সম্পন্ন হলো।
আজ বৃহস্পতিবার অর্থাৎ ২ই জুন এবং আজকেই সুতি -১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবনী মাঝি এবং পঞ্চায়েত সমিতির সদস্যের এলাকায় বিশেষ করে হারুয়া এবং নয়াগ্রাম গ্রামে মোটের উপর ২৮০ জনকে স্পেশাল জি আরের চাল বিতরণ করা হয়। হারুয়া গ্রামে ১২০ জনকে এবং নয়াগ্রাম গ্রামে ১৬০ জনকে এই চাল প্রদান করা হয়।
আরও জানা যায় যে প্রত্যেকেই ১২ কেজি করে এই চাল বিতরণ করা হয়। আজকের এই কর্মসূচিতে সকল মানুষজন খুবই খুশি হন এবং বিডিও এইচ এম রিয়াজুল হককে আশির্বাদও করেন।
সুতি-1 ব্লক বিপর্যয় ব্যবস্থাপন আধিকারিক পিনাকী চ্যাটার্জী, মোহাম্মদ জাহাঙ্গীর সেখ উপস্থিত হয়ে এই কর্মসূচি সম্পন্ন করেন।
তিনিই আরও জানান, যে সমস্ত অসহায়, গরীব মানুষজন ব্লকে জি আরের আবেদন করেন তাঁদের আবেদন পত্রটি ব্লক আধিকারিক তদন্ত করে এই চাল প্রদান করেন। তারাও এই চাল বিতরণ করে খুশি বলে খবর।