নিজস্ব প্রতিনিধি,স্বপন পাল
গ্লোবাল নিউজ, শিলিগুড়ি
৬ইনভেম্বর,২০২৩,
লিঙ্কে আঙুল যাওয়ায় খোয়াতে হলো 50 হাজার টাকা।
লিঙ্কে আঙুল যাওয়ায় খোয়াতে হলো 50 হাজার টাকা।
হ্যাঁ ঠিকই শুনেছেন, ফোনে একটা অজানা নম্বর থেকে একটি মেসেজ আসে, তাঁর পর ফোন, এবং বলা হয় যে, ওই লিঙ্কে প্রবেশ করতে। প্রবেশের পর লিঙ্কে আঙুল দিলেই হারাতে হলো 50 হাজার টাকা। এরকমই একটি ঘটনার সাক্ষী থাকল শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায়।
প্রতারকদের ফাঁদে পড়ে খোয়া গেল ৫০ হাজার টাকা! শিলিগুড়ি পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর বাসিন্দা স্বর্ণভো ঘোষের। আমি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। জানা গেছে, কিছুদিন আগে শিলিগুড়ি পুরনিগম থেকে ১০ হাজার টাকার ভেন্ডার লোন নিয়েছিলেন।
এরপর কিছুদিন ইএমআই কাটার পর তার কাছে একটি ফোন আসে অপরিচিত নাম্বার থেকে। এরপর সেখান থেকে জিজ্ঞেস করা হয়। আপনার ব্যাংক একাউন্টে সাবসিটি amount ঢুকবে। এরপর তিনি ব্যাংকের অ্যাপ খুলে টাকা চেক করে দেখেন কোন টাকা একাউন্টে আসেনি। এরপর পুনরায় সাইবার প্রতারকেরা ফোন করে জানান ব্যাংক একাউন্ট অ্যাপ এ আমরা একটি লিংক পাঠিয়েছি।
সেই লিংকে ক্লিক করুন।সেখানে ক্লিক করার পরই ৫০ হাজার টাকা পেড করার অপশন আসে এবং সেখানে তিনি বুঝতে না পেরে পাসওয়ার্ড দিতেই উধাও হয়ে যায় টাকা। ঘটনার পরেই হতাশ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন।