ফের অস্থায়ী কর্মিদের বিক্ষোভ।
নিজস্ব প্রতিনিধি : জঙ্গিপুর
পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। জানা যায় যে, সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে সাফাই কর্মীদের পরিবারে অনটন দেখা যায়।
পাশাপাশি তারা তাদের ঘর—পরিবার চালাতে অক্ষম হয়ে পড়ে। তাই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার সাফাই কর্মীরা পৌরসভার চেয়ারম্যানের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি দীর্ঘ দিন ধরে তারা নিয়মিত কাজ করেই চলেছে কিন্তু এখনও পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না।
তারা আরও জানায় যে, অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতেও চুপচাপ পৌর প্রশাসক। আজ বুধবার অর্থাৎ ১লা জুন আর এই দিনেই বিক্ষোভ করে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পর তাঁরা জানায় যে, এখনও পর্যন্ত কোনো সমাধান হয় নি।
তবে চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন যে পরবর্তী বিওসি মিটিংয়ে বেতন বৃদ্ধির কথা তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন এবং তাঁদের আজ থেকেই কাজে লাগার অনুরোধ করেন।
অপরদিকে, অস্থায়ী সাফাই কর্মীরা জানায় যে, তাদের বেতন বৃদ্ধি না হলে তারা সাফাই কাজ বন্ধ রাখবে।
এখন প্রশাসন থেকে রাজ্য সরকার কি করছে সেটারই দেখার বিষয়।