নিজস্ব প্রতিনিধি,
globalnewz, কোলকাতা
২রা নভেম্বর,২০২৩, বৃহস্পতিবার
ভারতের প্রাক্তন বীর সৈনিকদের নিয়ে সাথী ক্লাবের লক্ষ্মী পুজোর প্যান্ডেল উদ্বোধন
প্রতি বছরের মতো এই বছরও পূর্ব মেদিনীপুর জেলার বৃন্দাবন পুর ও ভৈরবীচক গ্রামের (ভগবানপুর ব্লক-১ ও ভগবানপুর ব্লক-২) সংযোগস্থলে অবস্থিত সাথী ক্লাব লক্ষ্মী মায়ের আরাধনায় ব্রতী হয়েছিল।উনারা এই বছর হেলথ ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান, দুস্থ গরিব মানুষদের শীত বস্ত্র বিতরণ সহ আরও অন্যান্য সমাজকল্যাণ মূলক কর্মসূচি অনুষ্ঠিত করেছিলেন।
উনাদের সারা ক্যাম্পাস ছিল সমাজ সচেতন মূলক স্লোগান সহ রঙিন আলোকসজ্জা দিয়ে সজ্জিত।এই বছর বিশেষ আকর্ষণ হিসেবে ছিল আমাদের দেশের গৌরব ভারতের প্রাক্তন বীর সৈনিকদের নিয়ে লক্ষ্মী মায়ের পুজোর প্যান্ডেল উদ্বোধন এর অনুষ্ঠান।যেটি সবার হৃদয়কে স্পর্শ করেছিল।উনারা জানিয়েছেন, আগামীদিনে আরও অন্যান্য সমাজকল্যাণ মূলক কর্মসূচি অনুষ্ঠিত করবে।
তথ্য সূত্র প্রদান- জয়দেব বেরা,পূর্ব মেদিনীপুর,
Joydev Bera,Guest Lecturer In Sociology at Sebabrata Institute of Nursing & Govt. College of Nursing, Sarat Chandra Chattopadhyay Government Medical College and Hospital, Uluberia and Matangini Govt. College Of Nursing, Tamralipto Govt. Medical college &
Hospital,Tamluk & Sanjiban College of Nursing,Uluberia, Counselor & Book Writer.